সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বাঁশখালী আসনে এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা 

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী আসনে এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা 

চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসনের এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছিলেন ইসি। ওই নির্দেশের প্রেক্ষিতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম চীপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাঁশখালী নির্বাচন কর্মকতা হারুন মোল্লা বাদী হয়ে মামলা করেছেন বলে জানা যায়। 

উল্লেখ্য যে, গত ৩০ নভেম্বর চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কার্যালয়ে শোডাউন করে মনোনয়নপত্র জমা দিতে যান। এসময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করায় বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের গালাগাল ও মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

ইসির আইন শাখার তথ্যানুযায়ী, বর্তমান সংসদের তিন আইনপ্রণেতাসহ অন্তত ১৫ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। অভিযোগ প্রমাণ হলে ছয় মাসের জেল এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড হতে পারে।

অন্য দিকে মামলার নির্দেশ নিয়ে জাতীয় এবং স্থানীয় অনেক পত্র পত্রিকায় শিরোনামও হয়।

এই বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকতা মুহাম্মদ হারুন মোল্লা বলেন, প্রধান নির্বাচন কর্মকর্তার চিঠি পাওয়ার পরে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের চীপ মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছি আমি বাদী হয়ে। 

ওই মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন আসামি রয়েছে তার মধ্যে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রধান আসামি। ওই মামলায় এমপি মোস্তাফিজুর রহমানের প্রতি সমন জারি করেছে ও আগামী ৩ জানুয়ারি ওনাকে হাজির হওয়ার জন্য বলেছেন আদালত।  

টিএইচ